Последние публикации Bringing Justice to You Bangladesh
@BringingJusticetoYou_Bangladesh
Последние публикации
Дата публикации: 01 Dec, 14:04
তারেক রহমান দেশ ত্যাগের সময় বাংলাদেশের পাসপোর্ট সারেন্ডার করে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়েছে।এখন তারেক রহমান যদি তার রাজনৈতিক আশ্রয় মুলতবি করে দেশে ফিরে আসতে চায় এবং বাংলাদেশ সরকার যদি তারেক রহমানের পাসপোর্ট ইস্যু করে তবে বাংলাদেশে তারেক রহমান যে নিরাপত্তাহীনতার কারণে ব্রিটিশ সরকারের রাজনৈতিক আশ্রয়ে ছিলো সেই নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ব্রিটিশ সরকার বাংলাদেশের সরকারের কাছে কূটনৈতিক এসিউরেন্স চাইবে এবং এসিউরেন্স পেলে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় মুলতবি করে বাংলাদেশ সরকারের কাছে বুঝিয়ে দিবে।
কিন্তু সেই ডিপ্লোমেটিক এসিউরেন্স বাংলাদেশ সরকার ব্রিটিশ সরকারকে দিতে চায় না বলেই তারেক রহমানের পাসপোর্ট ইস্যু না করে ট্রাভেল পাস ইস্যু করার কথা বলে আন্তরিকতার নাটক করছে।
এখন প্রশ্ন হলো কেনো বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয়নীতি অনুসারে এই ডিপ্লোমেটিক এসিউরেন্স দিয়ে তারেক রহমানের পাসপোর্ট ইস্যু করছে না?
উত্তর হলো আমেরিকা চাচ্ছে না তাই বাংলাদেশ সরকারের তাদের প্রতিনিধিরা এই ডিপ্লোমেটিক এসিউরেন্স দিচ্ছে না।
আমেরিকা আগে সরাসরি না করে ভারতকে দিয়ে বাংলাদেশ ডিল করতো।হাসিনাকেও ভারতের মাধ্যম দিয়ে আমেরিকা ডিল করতো।কিন্তু মিয়ানমার ইস্যুতে ভারতের সাথে আমেরিকার টানাপোড়েন এবং ইউনুস ইস্যুতে হাসিনার বাড়াবাড়ির ফলে গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতনের পর বাংলাদেশ নিয়ে আমেরিকা ভারতকে ব্যবহার না করে সরাসরি ডিল করছে সরকারে ডিরেক্ট তাদের প্রতিনিধি থাকার ফলে।সেই সাথে জিয়া পরিবার ভারতের জাত শত্রু তো আছেই।বাংলাদেশ ইস্যুতে আমেরিকা আর ভারত একাত্মতা ঘোষণা করেছে এবং ক্ষমতালোভী জামায়াতকে ক্ষমতার লোভ দেখিয়ে তাদের সহযোগিতায় তারেক ঠেকাও-বিএনপি ঠেকাও মিশন ধাপে ধাপে সাকসেসফুল করছে।বলে রাখা ভালো পশ্চিমা শকুনরা এই মিশন শুরু করেছিলো ১/১১ এর সময় থেকেই সেজন্য তারেক রহমান তার বক্তব্যে দেশে ফেরার বিষয়টা একক সিদ্ধান্তের বিষয় নয় বলে জনগণকে ইঙ্গিত দিয়েছেন হয়তো।
মনে রাখবেন বিএনপি পশ্চিমা ও ভারতীয়দের এই সম্মিলিত খেলায় এবার ফেইল করলে বাংলাদেশ সার্বভৌমত্ব হারাবে,যদিও উপরে একজন সুপ্রিম প্লেয়ার বসে আছেন।আল্লাহ ভরসা।
বাংলাদেশ জিন্দাবাদ।
©
👁 125 👍 7 🔁 0 Дата публикации: 29 Nov, 19:09
মিডিয়ার হলুদ সাংবাদিকতা ও ডিসইনফরমেশন স্প্রেডিং এত ভয়াবহ আকার ধারণ করেছে যে, আজকাল নিউজ দেখে মন্তব্য করার কোনো সুযোগ থাকছেনা।
প্রায় সব পলিটিকাল বা নন-পলিটিকাল ঘটনাতেই সকালে দেখি এক ঘটনা, সারাদিন সবাই মিলে লেখালেখি গালাগালি করে, রাতের বেলায় দেখা যায় হয় সে ওই রকম কিছু বলেনি বা তিলকে তাল বানিয়ে ফেলা হয়েছে।
কিছু ভিউয়ের আশায় দেশকে পোলারাইজড করতে করতে এরা এমন অবস্থার সৃষ্টি করছে যে, আমাদের মধ্যে সহনশীলতা, সৌজন্যতা বিলুপ্ত হওয়ার দ্বারপ্রান্তে।
সামাজিক মাধ্যমেও এখন সবাই রীতিমতো লাগাম ছাড়া, কেউ সমালোচনা করলেই তাকে ট্যাগিং, বট ব্রিগেডিং, গালাগালি। মেয়ে হলে তো দুনিয়ার নোংরা কথাবার্তা সাথে ফ্রী। একদল আরেকদলের নারী সদস্যদের হ্যারেজ করা জায়েজ দেখাচ্ছে তাদের দলের নারী সদস্যরাও হ্যারেজমেন্টের শিকার দেখিয়ে।
নির্বাচনের তফসিলও হয়নি, এখনই কাদা ছোড়াছুড়ি গুলি ছোড়াছুড়িতে রূপ নিচ্ছে।
আল্লাহই ভালো জানে নির্বাচনের দিন আসার পূর্বে কি পরিমাণ টক্সিক পরিবেশ অপেক্ষা করছে আমাদের জন্য।
-Abrar Faiyaj
👁 251 👍 1 🔁 1 Дата публикации: 29 Nov, 10:35

এই ৫৬ হাজার বর্গমাইলের ভুমিতে যাবতীয় ভেদাভেদ ,হিংসা, রাজনৈতিক সংগ্রাম, প্রতিহিংসা যেই রেখায় এসে শেষ হয় তার নামে বেগম খালেদা জিয়া।
জানি আপনার আর পাওয়ার কিছু নেই, কিন্তু এই সংকটে আপনাকে প্রয়োজন এই ভুমির।
👁 247 👍 2 🔁 0 Дата публикации: 29 Nov, 10:33

ভারত, লীগ, এখন আবার জামায়াত" এক তারেক রহমান মরে গেলেই বাংলাদেশকে গিলে খেতে পারা সহজ হবে!
👁 214 👍 1 🔁 0 Дата публикации: 29 Nov, 08:28
এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্খা যে কোন সন্তানের মত আমারও রয়েছে। কিন্তু অন্য আর সকলের মত এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতিক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।
Tarique Rahman
👁 205 🔁 0




